পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সদ্য যোগদানকৃত সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন বিগত ১৩/০৫/২০২৪ তারিখে সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন উপস্থিত ছিলেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো: শরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় সমবায় অধিদপ্তরের বিভিন্ন শাখা ও সমবায় সমিতির কার্যক্রম সম্পর্কে সচিব মহোদয়কে অবহিত করা হয়। সচিব মহোদয় সমবায় কার্যক্রমের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সমবায়কে আরও গতিশীল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।